• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ইসি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০১৮, ০৫:০৯ পিএম
তারেক রহমানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ইসি

ঢাকা: ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।

রোববার (১৮ নভেম্বর) বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারে তারেক রহমান যুক্ত হওয়ার পর ব্যবস্থা নেয়ার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ।

বৈঠকে অন্যান্য কমিশনারসহ ইসি সচিব উপস্থিত রয়েছেন।

বৈঠকে তারেক রহমান ইস্যু ছাড়াও রাজধানীর নয়াপল্টনে বিএনপি মনোনয়নপত্র বিক্রির সময় সংঘর্ষ ও পুলিশের গাড়িরে আগুন দেওয়া নিয়ে আলোচনা হবে বলেও জানা গেছে।

বৈঠক শুরুর আগে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, সোমবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় বৈঠক করব, তখন সেখানে সিদ্ধান্ত হবে।

তিনি বলেন, রোববার (১৮ নভেম্বর) আওয়ামী লীগ অভিযোগ দিয়েছে যেহেতু উনি (তারেক রহমান) কনভিকটেড, পলাতক ব্যক্তি, তাই এভাবে তিনি মনোনয়নপত্র যাচাই করতে পারেন না। আরেকটি ব্যাপার হলো হাইকোর্টের একটি নির্দেশনা আছে, লাইভে এসে তিনি এভাবে কথা বলতে পারেন না।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!