• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তাসকিনের কান্না ভালো লাগেনি খালেদ মাহমুদের


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৯, ২০১৯, ১০:১৩ পিএম
তাসকিনের কান্না ভালো লাগেনি খালেদ মাহমুদের

ঢাকা: বিশ্বকাপে ১৫ জনের দলে জায়গা না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তাসকিন আহমেদ। সংবাদমাধ্যমের সামনেও আবেগ সংবরণ করতে পারেননি। হওয়ারই কথা, একজন ক্রিকেটারের যে স্বপ্ন বিশ্বকাপে খেলা। সেই স্বপ্ন যখন ধূলিসাৎ হয়ে যায় তখন আবেগ ধরে রাখা কঠিনই বৈকি! মোস্তাফিজুর রহমান-রুবেল হোসেনরা সান্ত্বনা দিয়েছেন। কিন্তু তাসকিনের জন্য কোনও সান্ত্বনাই যথেষ্ট নয়। স্বয়ং বোর্ড সভাপতি ফোন করে তাঁকে অভয় দিয়েছেন। তিনি বলেছেন,‘ এখনও সব আশা শেষ হয়ে যায়নি।’

তাসকিনের কান্না মোটেও ভালো লাগেনি সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের। তিনি জানিয়েছেন, সংবাদমাধ্যমের সামনে একজন ক্রিকেটারের কান্নাকটি করা অসম্মানজনক। ফিটনেসের কারণে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া তাসকিনের আবেগ নিয়ন্ত্রণ করা উচিৎ ছিলো বলে মনে করেন তিনি।

খালেদ মাহমুদ শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, 'মন খারাপ থাকবে, আমি কাছের মানুষের কাছে শেয়ার করব। কিন্তু এটা পাবলিকলি আসবে, এটা ঠিক না। আমি ব্যাপারটা কোনোভাবেই নিতে পারিনি। আমি তাসকিনকে সবসময় অন্যভাবেই দেখি, খুব ছোট থেকেই তাসকিনকে দেখেছি। আমার কাছে জিনিসটা ভালো লাগেনি। কারণ সে বড় হয়েছে। সে অনূর্ধ্ব-১৯-এ নেই।'

খেলোয়াড়দের খারাপ সময় আসবে বলে উল্লেখ করে মাহমুদ যোগ করেন,‘ একটা খেলোয়াড়ের খারাপ সময় যাবে, ভালো সময় আসবে। ও জানে যে, ওর নির্বাচনটা একটা মাত্র কারণেই সম্ভবত নির্বাচকরা আটকে রেখেছেন, সেটা হলো ওর ফিটনেসের কারণে। আর বিশ্বকাপ কিন্তু এখনি না।
অনেক সময় আছে। আর তাসকিন যদি এর মধ্যে ভালো হয় তাহলে পুনরায় চিন্তা করার ব্যাপার তো থাকতেও পারে। কিন্তু যেভাবে সংবাদমাধ্যমে এসেছে বা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, আমি মনে করি, জাতীয় দলের একজন খেলোয়াড়ের জন্য অসম্মানের। মানসিকভাবে আমাদের শক্ত হতে হবে। আমরা তো বড় দলের বিপক্ষে খেলি, অনেক কঠিন সময় মোকাবেলা করতে হবে। আপনি যদি হেরেই কান্নাকাটি করেন তাহলে তো হবে না।'

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!