• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তাহলে পাকিস্তান সফরে যাচ্ছেন তামিম-মুশফিকরা?


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৯, ০৯:৪০ পিএম
তাহলে পাকিস্তান সফরে যাচ্ছেন তামিম-মুশফিকরা?

ঢাকা: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে শ্রীলঙ্কা। এরপর হয়তো বাংলাদেশকেও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে দেখা যাবে। সে রকমই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি মনে করেন, এ ব্যাপারে সরকারের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এর একটা সমাধান হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বোর্ড সভাপতি।

পাকিস্তান সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সফরে যাওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছে বিসিবি।

নাজমুল শনিবার (১৪ ডিসেম্বর) বলেন, ‘আমরা নিরাপত্তার ব্যাপারে সরকারের কাছে যে আবেদন করেছিলাম, নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে ছাড়পত্র পাব কিনা। সেটা নিয়ে (চিঠি) পাঠিয়েছিলাম। এর আগে মেয়েদের  দল গিয়েছে, অনূর্ধ্ব-১৬ দল গিয়ে খেলে এসেছে। জাতীয় দলের ছাড়পত্র এখনো আমরা পাইনি। যদিও সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞেস করেন সেটা অনূর্ধ্ব-১২ হোক, জাতীয় দল হোক নিরাপত্তা নিরাপত্তাই। সবার জন্য একই হওয়ার কথা। তাই আমরা ধরে নিচ্ছি সম্ভাবনা আছে আমরা নিরাপত্তা ছাড়পত্র পেয়ে যাব।’

পাকিস্তান সফরের ব্যাপারে ক্রিকেটারদের সঙ্গে আলাপ করবে বোর্ড। নাজমুল বলেন,‘ উনারা (সরকারের প্রতিনিধি) গিয়েছেন, দেখেছেন। সেক্ষেত্রে আমরা আমরা আশা করছি যে কোনো দিন পেয়ে যাব (ছাড়পত্র)। পাওয়ার পর বলতে পারব আমরাদের সিদ্ধান্তটা কী।

কারণ  এখানে একটা হচ্ছে সিকিউরিটি ক্লিয়ারেন্স। পরবর্তীতে বড় প্রশ্ন আছে খেলোয়াড়দের। তাদের মতামতও এখানে গুরুত্বপূর্ণ কে যেতে চাবে কী চায় না। এখানে অনেকগুলো ব্যাপার আছে। বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার আছে। সবমিলিয়ে সবকিছু প্রায় শেষের দিকে আছে। নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই আমরা বসব। আশা করছি আগামী ৪-৫ দিনের মধ্যে এটার একটা সিদ্ধান্ত নিতে পারব।’

কোনো ক্রিকেটার পাকিস্তান যেতে না চাইলে জোর করবে না বিসিবি। বোর্ড সভাপতি এ নিয়ে বললেন,‘ এখানে তো জোর করার কিছু নেই। বোর্ড থেকে কাউকে জোর করে পাঠানো হবে না। এটা হলো এখন পর্যন্ত আমাকে যদি জিজ্ঞেস করেন আমার চিন্তা। কাউকে জোর করে পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!