• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন গোলে মৌসুম শুরু করল জিদানের রিয়াল


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৯, ০৯:০৬ এএম
তিন গোলে মৌসুম শুরু করল জিদানের রিয়াল

ঢাকা: লা লিগায় মৌসুমের শুরুতেই হেরে গিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো বিলবাও কাতালানদের ১-০ গোলে হারিয়েছে। অবশ্য জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ মৌসুমটা দারুনভাবে শুরু করেছে। সেল্টা ভিগোর মাঠে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। 

চোটের কারণে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে আসা বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ড দলে ছিলেন না। রিয়ালের হয়ে আগেই অভিষেক হয়েছে তার। কিন্তু অফিসিয়াল অভিষেক হতে আরও অপেক্ষা করতে হচ্ছে হ্যাজার্ডকে। এছাড়া ম্যাচের ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদ তখন ১-০ ব্যবধানে এগিয়ে। ম্যাচের ১২ মিনিটে গ্যারেথ বেলের বল ধরে গোল করেন করিম বেনজেমা। বেল তাঁর ফেরার ম্যাচে দারুণ বার্তা দিলেন।

মডরিচ মাঠ ছাড়ার পাঁচ মিনিট পরেই গোল ব্যবধান দ্বিগুন করে রিয়াল। এবার গোল করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। তাকে বল দেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক মার্সেলো। এরপর ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বদলি নামা লুকাস ভাসকেস দলকে ৩-০ গোলের লিড এনে দেন। দশ জনের দল নিয়েও রিয়াল তখন বড় জয়ে মৌসুম শুরু করার অপেক্ষায়। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে এক গোল শোধ দিয়ে দেয় সেল্টা ভিগো।

পুরো ম্যাচে আক্রমণে এগিয়ে ছিল রিয়ালই। দারুণ কিছু সুযোগ হাতছাড়া করেছে তারা। গোল মুখে শট নিয়েছে ১১টি। অন্যদিকে সেল্টা ঘরের মাঠে খেলা হলেও গোলে শট নিতে পেরেছে মাত্র চারটি। তবে বল দখলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ-সেল্টা ভিগো ছিল সমানে সমান। 

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!