• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিমির এক গ্রাম বমির দাম দেড় লাখ টাকা!


বিচিত্র সংবাদ ডেস্ক জুন ১৯, ২০১৯, ০৬:২০ পিএম
তিমির এক গ্রাম বমির দাম দেড় লাখ টাকা!

ঢাকা: তিমির বমিও বিক্রি হয় কোটি কোটি টাকায়। সেই বমি বিক্রি করতে গিয়ে মুম্বাইতে গ্রেপ্তার হলেন পঞ্চাশোর্ধ এক ব্যক্তি। তার থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১.৩ কেজি তিমি মাছের বমি।

এনডিটিভি জানায়, ওই ব্যক্তির জমিয়ে রাখা এই বমি হচ্ছে এক বিশেষ প্রজাতির তিমি মাছের বমি যা অ্যাম্বারগ্রিস নামে পরিচিত। এই বমির মূল্য  ১.৭ কোটি রুপি বলে জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। হিসাব মতে, এক গ্রামের দাম পড়ছে দেড় লাখেরও বেশি।

মঙ্গলবার (১৮ জুন) মুম্বাইয়ে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, পুলিশ ও বন বিভাগের এক যৌথ দল গত শনিবার বিদ্যাবিহার শহরতলিতে আগেভাগেই ফাঁদ পেতে রেখেছিল। পূর্ব থেকে পাওয়া তথ্যানুযায়ী রাহুল দুপারেকে গ্রেপ্তার করেন তারা।

জানা যায়, অ্যাম্বারগ্রিস হলো একজাতীয় মোমের মতো পদার্থ যা শুক্রাণু তিমির অন্ত্র থেকে নির্গত হয়। সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায় এই বিরল পদার্থটি। সুগন্ধি উৎপাদনে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে এই তিমির বমি।  ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এটি নিষিদ্ধ একটি বস্তু।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!