• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তুরস্কের ক্লাব ট্রাবজোন্সপরকে নিষিদ্ধ করলো উয়েফা


ক্রীড়া ডেস্ক জুন ৪, ২০২০, ০১:৪০ পিএম
তুরস্কের ক্লাব ট্রাবজোন্সপরকে নিষিদ্ধ করলো উয়েফা

ঢাকা: তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোন্সপরকে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতায় এক মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। ক্লাবটি ফিন্যান্সিয়াল মনিটরিংয়ের নিয়ম ভঙ্গ করায় বুধবার (০৩ জুন) এই সিদ্ধান্ত জানায় ইউরোপিয়ান ফু্টবলের সর্বোচ্চ সংস্থা।

উয়েফা জানায়, ক্লাবটি ফিন্যান্সিয়াল ফেয়ার-প্লের বিধি মোতাবেক নিষেধাজ্ঞা এড়ায়নি এবং পূর্ববর্তী চুক্তি অনুসারে সর্বশেষ অ্যাকাউন্টগুলো লক্ষ্যমাত্রা হারিয়েছিল। 

চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে জায়গা পাওয়া দলগুলোর খেলোয়াড় স্থানান্তর এবং বেতনের আয়-ব্যয় নিরীক্ষণ করে থাকে উয়েফা। 

২০১৯/২০ মৌসুমে তুরস্কের সুপার লিগে জেতে ট্রাবজোন্সপর। ২৬ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট ছিল ইস্তাম্বুল বেসাকসেহিরও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ট্রাবজোন্সপর। কিন্তু ঘরোয়া শিরোপা জিতেও ইউরোপা লিগে সুযোগ পাওয়া ক্লাবটিকে পরের মৌসুমে থাকতে হবে দর্শক হয়ে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!