• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তুর্কি-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, লণ্ডভণ্ড ৪৩ গ্রাম


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২৩, ২০২০, ০২:৫৮ পিএম
তুর্কি-ইরান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প, লণ্ডভণ্ড ৪৩ গ্রাম

ঢাকা: ইরান-তুর্কি সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পে অঞ্চলটির অন্তত ৪৩টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

ইরান ভূকম্পন কেন্দ্রের (আইআরএসসি) তথ্যমতে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল কোতার জেলায় এবং ভূপৃষ্ঠের অন্তত ছয় কিলোমিটার গভীরে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকারী দল ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অঞ্চলে কার্যক্রম শুরু করেছে। একই ভূমিকম্পে তুরস্কের ভ্যান শহরে ভবনধসের খবর পাওয়া গেছে। তবে সেখানেও হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

ইরান-তুরস্কের এই অঞ্চলটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা। গত মাসে তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৪০ জন প্রাণ হারান। একই মাসে ইরানে আঘাত হেনেছিল আরও একটি ভূমিকম্প। এতে বেশ কিছু স্থাপনা বিধ্বস্ত হলেও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। সূত্র: রয়টার্স, আন্দলু

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!