• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তুষারপাত বাড়ছে ইউরোপ জুড়ে, পর্বতারোহীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ১২, ২০১৯, ১১:৪০ এএম
তুষারপাত বাড়ছে ইউরোপ জুড়ে, পর্বতারোহীর মৃত্যু

ঢাকা: ইউরোপের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে তীব্র তুষারপাত ও শৈত্যপ্রবাহ। প্রবল তুষারপাতের কারণে জার্মানির দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষা পেতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে ক্ষতিগ্রস্তরা। রাশিয়াতে তুষারঝড়ে যানবাহন দুর্ঘটনায় পড়ার আশঙ্কায়, কয়েকটি স্থানে সতর্কতা জারি রয়েছে। এদিকে, চেক প্রজাতন্ত্রে তুষারঝড়ের কবলে পড়ে স্লোভাকিয়ার এক পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

ইউরোপজুড়ে ক্রমেই বাড়ছে তুষারপাতের তীব্রতা। তুষারে ছেয়ে গেছে জার্মানির দক্ষিণাঞ্চল। শৈত্য প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে তুষারঝড়। সড়কে ৩ থেকে ৪ ফুট উচ্চতার তুষার জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

তারা জানান, এটা সত্য যে বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রবল তুষারপাত হচ্ছে। আমার বাচ্চাদের খুবই সমস্যা হচ্ছে। তবে দিন দিন আবহাওয়া পরিবর্তনের কারণেই এ রকম দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

এদিকে, বিভিন্ন স্থানে বরফ সড়াতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন স্থানীয়রা। এরই প্রেক্ষিতে কয়েকটি জায়গায় তুষার অপসারণের কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। তবে সামনে আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চলের বারচেজগার্ডেন ও বাভারিয়ায় সাধারণ মানুষের চলাচলে জরুরি সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ।

বারচেজগার্ডেনের মেয়র ফ্রাঞ্জ রাসাপ বলেন, পরিস্থিতি অনুকূলে না থাকায় দুটি প্রদেশে জরুরি সতর্কতা সংকেত জারি রয়েছে। এছাড়া জনসাধারণের সাহায্যার্থে সেনাবাহিনী নামানো হয়েছে।

রাশিয়ার বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডায় ব্যহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তুষারের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী মস্কোতেও। এমন পরিস্থিতিতে প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হতে নিষেধ করছেন চিকিৎসকরা।

এদিকে, স্লোভাকিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলেও প্রবল তুষার ঝড় অব্যাহত রয়েছে। এতে দেশটির সব পর্বতমালা-পর্বতারোহীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা। এছাড়া, পার্শ্ববর্তী দেশ চেজ রিপাবলিকানে প্রতিকূল আবহাওয়ায় ৯ হাজারেরও অধিক ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!