• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রাণ নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে গোলাম রব্বানী


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এপ্রিল ৩, ২০২০, ০৭:১০ পিএম
ত্রাণ নিয়ে কর্মহীন মানুষের বাড়িতে গোলাম রব্বানী

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার  নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া শ্রমজীবি অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকুস জিএস গোলাম রব্বানী। 

শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার বীরগাঁও ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান হাজী কবির আহমেদকে সাথে নিয়ে গ্রামের দরিদ্র মানুষগুলোর বাড়ি বাড়ি গিয়ে  চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেন এই ডাকসু নেতা।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আলু, একটি সাবান ও একটি মাস্ক। এসময় তাঁর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন উপস্থিত ছিলেন।

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল আমীন বলেন, বীরগাঁওয়ের চেয়ারম্যানের আহবানে সাড়া দিয়ে ডাকসু নেতা রব্বানী একটি প্রত্যন্ত গ্রামে এসে যেই অনুকরণীয় মানবিক দৃষ্টান্ত রেখে গেলেন, সেজন্য বীরগাঁওবাসীর পক্ষ থেকে তাঁকে সাধুবাদ জানাই।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!