• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

থেরাপি নেয়ার সময় আগুনে পুড়ে নারীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৮, ২০২০, ০৭:১৬ পিএম
থেরাপি নেয়ার সময় আগুনে পুড়ে নারীর মৃত্যু

ফাইল ছবি

ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে বাসায় বৈদ্যুতিক মেশিন দিয়ে থেরাপি নেয়ার সময় বিছানায় আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাঁশবাড়ি এলাকায় একটি সাত তলা ভবনের চার তলায় লাগা আগুনে পুড়ে মাবিয়া বেগমের (৫৫) মৃত্যু হয়।

মাবিয়া বেগমের স্বামীর নাম করম আলী। তিনি ছেলে নূর মোহাম্মদের বাসায় থাকতেন।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, মাবিয়া বেগম প্যারালাইজড রোগী ছিলেন।

তিনি বাসায় ইলেকট্রনিক মেশিন দিয়ে থেরাপি দেয়ার সময় শর্ট সার্কিট থেকে বিছানায় আগুন লেগে যায়। আগুন দেখে বাসার সবাই ঘর থেকে বেরিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিভে যায়। পরে সেখান থেকে দগ্ধ মাবিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!