• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দণ্ডিত সেই শিশুদের মুক্তির বিষয় জানাতে নির্দেশ


আদালত প্রতিবেদক নভেম্বর ২০, ২০১৯, ০৩:১৮ পিএম
দণ্ডিত সেই শিশুদের মুক্তির বিষয় জানাতে নির্দেশ

ঢাকা : ভ্রাম্যমান আদালত কর্তৃক বিভিন্ন সময় সাজা প্রাপ্ত শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা ১২১ শিশুর মধ্যে কতজন মুক্তি পেয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট।

এছাড়া ১২১ শিশুর বাইরে মোবাইল কোর্টে দণ্ডিত অন্য কোনো শিশু সংশোধনাগারে আছে কি না, থাকলে তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তাও জানাতে বলেছেন আদালত।

আগামী ২৬ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষকে এসব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

‘আইনে মানা, তবু ১২১ শিশুর দণ্ড’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজের আনেন ব্যারিস্টার আব্দুল হালিম। আদালত বিষয়টি আমলে নিয়ে গত ৩১ অক্টোবর হাইকোর্ট রুলসহ আদেশ দেন।

আদেশে আদালত মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডিত ওই দুই কেন্দ্রে থাকা ১২ বছরের নিচের শিশুদের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন। এছাড়া বাকিদের ছয় মাসের জামিন দেন। তারা সংশ্লিষ্ট শিশু আদালতে জামিননামা দেওয়ার পর মুক্তি পাবেন।

একইসঙ্গে তাদের দণ্ড ও আটকাদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার। শিশুদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল হালিম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!