• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরিদ্র ছাত্র-ছাত্রীদের শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০১৯, ০৫:২৯ পিএম
দরিদ্র ছাত্র-ছাত্রীদের শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান

লক্ষ্মীপুর : দেশের শিক্ষা খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। তারই ধারাবাহিকতায় ১৪ জুলাই ২০১৯ইং তারিখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের বিভিন্ন কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর -১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করেন। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর রামগঞ্জ শাখা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উক্ত বৃত্তির চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৩ মার্চ ২০১৯ইং তারিখে রাজধানীর অফিসার্স ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজ, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের সর্বমোট ৫০০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করেছে। বৃত্তি হিসেবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মোট ৫৫,০০০ (পঞ্চান্ন হাজার) টাকা এবং স্নাতক পর্যায়ে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মোট ১,২৭,০০০ (এক লক্ষ সাতাশ হাজার) টাকা হিসেবে সর্বমোট ৪ কোটি ১৮ লক্ষ ৪১ হাজার টাকার বৃত্তি প্রদান করা হচ্ছে।

রামগঞ্জে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর উমেশ চন্দ্র লোদ, জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম পাইম, রামগঞ্জ মডেল কলেজ এর উপাধ্যক্ষ জনাব আলাউদ্দিন দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন-সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!