• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দলের প্রয়োজনে আমাদেরকে সরিয়ে দিন


নিজস্ব প্রতিনিধি মে ৩০, ২০১৯, ০৫:১৭ পিএম
দলের প্রয়োজনে আমাদেরকে সরিয়ে দিন

ঢাকা : দলকে শক্তিশালী করতে প্রয়োজনে নিজেকে নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও আপত্তি করবেন না বিএনপির শীর্ষ নেতা মওদুদ আহমদ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমাদেরকে আপনারা নেতা বলেন আর যাই বলেন, ব্যর্থ হয়ে থাকলে আমাদেরকে সরিয়ে নতুন নেতৃত্বের ব্যবস্থা করুন। কিন্তু দলটাকে শক্তিশালী রাখতে হবে।’

বুধবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির সংসদে যাওয়ার কথা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, ‘যে সংসদকে আমরা প্রত্যাখ্যান করলাম, যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলাম, যে সংসদকে অবৈধ বললাম সেই সংসদে আমাদের যোগ দেয়ার কারণে দলের অনেক নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি দূর করতে হবে। এই ধরনের ক্ষোভ থাকা ভালো না। এই ক্ষোভ যদি আমরা দূর করতে না পারি তাহলে জাতীয়ভাবে আমাদের রাজনীতিকে সামনে এগিয়ে নিতে পারবো না।’

মওদুদ বলেন, ‘আমরা  জাতীয় পর্যায়ে রাজনীতি সঠিকভাবে নির্ধারণ করতে বা পরিচালনা করতে না পারলে আমরা শহীদ জিয়াউর রহমানের এই দলকে সুসংগঠিত করতে পারবো না। এখন বিএনপির জন্য একটি বিরাট সংকটকাল। আমাদের নেত্রী অসুস্থ এবং কারাগারে।’

তিনি বলেন, ‘আজকে নয়, কালকে বেগম জিয়ার মুক্তি হবে এবং তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু তিনি এই মুহূর্তে কারাবন্দি, তিনি আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, আমরাও তার সাথে যোগাযোগ করতে পারছি না। তিনি (খালেদা জিয়া) আমাদের নেতৃত্ব দিতে পারছেন না। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) প্রায় আট হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। আর দেশে চলছে একদলীয়, নিষ্ঠুর, স্বৈরাচারী শাসন। তাই এখন সর্বত্র জুড়ে প্রয়োজন ঐক্য বজায় রাখা।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!