• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘দানব’ মোশাররফ করিম


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৮, ২০১৮, ১০:৪১ এএম
‘দানব’ মোশাররফ করিম

‘দানব’ মোশাররফ করিম

ঢাকা: গফর গাঁ-এর ডাকাত জৈমত। ছোটকাল থেকে চুরি করার অভ্যাস। এখন সে নাম করা ডাকাত। জেল থেকে তিন মাস পর জামিনে ছাড়া পেয়েছে। আগের মত ডাকাতের কাজ শুরু করে। জৈমতকে মারার জন্য তাঁর বিরোধী পক্ষ অনেক আগে থেকে প্ল্যান করে আসছে।

একদিন জৈমতের কাছে লাল চিঠি আসে। লাল চিঠি মানে তাঁকে মারার বিরোধী পক্ষের ফাইনাল আল্টিমেটাম। এই প্রথম জৈমত ভয় পেয়ে যায়। সে তাঁর জামাই-এর সাথে পরামর্শ করে। ফেরার পথে বিরোধী পক্ষের আক্রমণের শিকার হয়। এমনি এক মজার গল্পনিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘দানব’। এতে দানব চরিত্রে অখিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

অশোক বশাক-এর রচনা ও আজাদ কালাম-এর পরিচালনায় টেলিফিল্ম ‘দানব’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন, জুই করিম, শহীদুল্লাহ সবুজ ও একদল থিয়েটার অভিনয়শিল্পী।


সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!