• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দাম কমল কোরবানির পশুর চামড়ার


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০১৮, ০৪:৫৯ পিএম
দাম কমল কোরবানির পশুর চামড়ার

ঢাকা: দাম কমিয়ে কোরবানির পশুর চামড়ার দাম পুনঃনির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়ার এ দর ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চামড়া ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবনযুক্ত গরুর চামড়ার দাম ৫ টাকা কমিয়ে ধরা হয়েছে ৪৫ থেকে ৫০ টাকা, ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা। গত বছর এ দাম ছিল ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৫০ থেকে ৫৫ টাকা, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা।

অপরদিকে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম সারা দেশে ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ২০ থেকে ২২ টাকা। আর বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ১৫ টাকা। যা গত বছর ছিল ১৫ থেকে ১৭ টাকা। তবে মহিষের চামড়ার দামের বিষয়ে কিছুই বলা হয়নি।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!