• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘ ৩২৫ কিলোমিটার হেঁটে ভোট চাইলেন তাবিথ আউয়াল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৩, ২০২০, ০৫:৩০ পিএম
দীর্ঘ ৩২৫ কিলোমিটার হেঁটে ভোট চাইলেন তাবিথ আউয়াল

ঢাকা: আসন্ন ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ পায়ে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। এ পথ পরিক্রমায় জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর রায়েরবাজার প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, নির্বাচনী প্রচার শুরুর পর এই কয়দিনে প্রায় ৩২৫ কিলোমিটার হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে।

তিনি আরো বলেন, জনগণ ভোটের মাধ্যমে রায় দেবে যে, তারা দেশে দুর্নীতি ও দুঃশাসন আর প্রশ্রয় দেবে না। বাংলাদেশ আর ভয়-ভীতিতে জিম্মি থাকতে পারে না।ভোট সুষ্ঠু হলে ধানের শীষের বিজয় নিশ্চিত।

তাবিথ বলেন, যতই হামলা হোক, আমাদের দমিয়ে রাখা যাবে না। সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাবো।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!