• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘দুই জোটে’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামি দলগুলো


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৩, ২০১৮, ১০:৫৫ এএম
‘দুই জোটে’ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসলামি দলগুলো

ঢাকা: আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে ইসলামি দলগুলো। প্রায় শ’খানিক ইসলামি দলের বেশিরভাগ সরকারি ও বিরোধী দুই জোটে ভাগ হয়ে নির্বাচনে লড়তে চায়। তবে নিবন্ধন আছে এমন কয়েকটি ইসলামি দল এককভাবে নির্বাচন করার প্রস্তুতিও নিচ্ছে। সংসদের তিনশ’ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতিও আছে কারো কারো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতই তোড়জোড় চলছে ইসলামি দলগুলোতেও। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৩৯টি দলের মধ্যে ১২টি ইসলামিক দল।

এ ছাড়া অনিবন্ধিত ইসলামি দলের সংখ্যা প্রায় ৮০টির মতো। এরমধ্যে এরশাদের জাতীয় পার্টির জোটে আছে ৩৪টি, ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সে ১৮টি, খেলাফত আন্দোলনের জোটে ৮টি, ইসলামী ঐক্য জোটে ৪টি, হাফেজ্জী হুজুরের বাংলাদেশ খেলাফত আন্দোলন জোটে ৬টি ও ২০দলীয় জোটে আছে ২টি ইসলামি দল। এছাড়া নিবন্ধন থাকা তরিকত ফেডারেশন ১৪ দলের শরিক।

এসব দলের নেতারা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নেয়। নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কেবল ইতিবাচকই নয় তারা, প্রস্তুতি শুরু করেছে। ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সসহ অনেক দল ও জোট ক্ষমতাসীন মহাজোটের শরিক হিসেবে জোটবদ্ধভাবে নির্বাচনে আগ্রহী।

মহাজোটের সাথে পুরনো সম্পর্কের বন্ধনে ফের আবদ্ধ হওয়ার চেষ্টা চালাচ্ছে ইসলামি ফ্রন্ট বাংলাদেশ।

অপর দিকে একক ভাবে ৩শ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করতে চায় ইসলামী ঐক্যজোট। চারটি দল নিয়ে গঠিত এ জোটের নির্বাচন কমিশনের নিবন্ধন রয়েছে মাত্র একটি দলের। ইতোমধ্যে প্রায় তিনশ আসনের প্রার্থীর প্রাথমিক খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান জোটের চেয়ারম্যান।

প্রধানমন্ত্রীর সাথে সংলাপে এসব ইসলামি দলের নেতারা দেশের উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতায় সহযোগিতার আশ্বাস দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!