• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই মামলায় বেগম জিয়ার জামিন শুনানি আজ


আদালত প্রতিবেদক জুন ২৪, ২০১৮, ০৯:৪৪ এএম
দুই মামলায় বেগম জিয়ার জামিন শুনানি আজ

ঢাকা: হত্যা ও নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি আজ। মামলাটি শুনানির জন্য সুপ্রিমকার্টের ওয়েবসাইটে রোববারের (২৪ জুন) তালিকায় রয়েছে।

এর আগে ৩১ মে দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছিলেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন (সিপি) ফাইল করতে বলেছেন আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

ওই দিন রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!