• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই স্ত্রীর খরচ চালাতে জাল টাকা ছাপায় স্বামী, অতঃপর...


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৯, ২০১৯, ০৩:২৮ পিএম
দুই স্ত্রীর খরচ চালাতে জাল টাকা ছাপায় স্বামী, অতঃপর...

ঢাকা : দুই স্ত্রীর খরচ চালাতে না পেরে ৫ লাখ টাকার জাল নোট ছাপানোর অভিযোগে দেবকুমার রামরতন প্যাটেল (৩৭) নামের এক চিত্রনাট্যকারকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) ভারতের বোরিভলির এসভি রোডে ফাঁদ পেতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেবকুমার রামরতন প্যাটেলের দাবি, দুই স্ত্রীর খরচ চালানোর জন্যই তাকে এই কাজ করতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই চিত্রনাট্যকারকে। এ সময় তাকে আটক করে ব্যাগ পরীক্ষা-নিরীক্ষা করলে জাল নোটের সন্ধান পাওয়া যায়।

পরে ওই ব্যক্তির নালাসোপারার বাড়িতে তল্লাশি চালিয়ে ২ হাজার, ৫০০ ও ২০০-র প্রায় পাঁচ লাখ জাল নোটের সন্ধান মেলে। এ ছাড়া জাল নোট ছাপানোর একটি কম্পিউটার, স্ক্যানার ও প্রিন্টার উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায় শহরে জাল নোট বিলি করা কঠিন ছিল। তাই মধ্যপ্রদেশের গ্রাম্য এলাকায় তিনি সেগুলো বিলি করতেন। তার দুটি স্ত্রী আছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। দুজন স্ত্রীর একজন মডেল ও আর একজন গৃহবধূ। তাদের খরচ চালানো তার পক্ষে কঠিন হয়ে গিয়েছিল বলে তিনি জানান। সে জন্যই তাকে এই অপরাধ করতে হয় বলে দাবি অভিযুক্ত ওই ব্যক্তির।

গ্রেফতার ওই ব্যক্তি বিভিন্ন টিভি সিরিয়ালের স্ক্রিপ্ট লিখেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!