• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার ২১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক


সিলেট প্রতিনিধি জুন ২৪, ২০১৯, ০৯:৩৬ পিএম
দুর্ঘটনার ২১ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেট : মৌলভীবাজারের কুলাউড়ায় রেল দুর্ঘটনায় ২১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় রেল চলাচল স্বাভাবিক হয়।

রেলসচিব মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ রেললাইন মেরামত সম্পন্ন হয়েছে। সংস্কারের পর ট্রায়াল দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ট্রেন দশ কিলোমিটার গতিতে চলবে।

এর আগে রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি ব্রিজ ভেঙে ‘উপবন এক্সপ্রেসের’ একটি বগি খালে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক যাত্রী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাতে বরমচাল স্টেশন থেকে ২০০ মিটার দূরে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে পেছন দিকের বগিতে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণের মধ্যে সামনে বড়ছড়া ব্রিজ ভেঙ্গে নিচে ১টি বগি পড়ে যায়। আরও ৩টি বগি ব্রিজের পাশে উল্টে দুমরে মুচড়ে পড়ে। অন্য আরও দুটি বগি লাইনচ্যুত হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!