• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই আইএলও কনভেনশন বিরোধী


নিজস্ব প্রতিবেদক জুন ৭, ২০২০, ০৩:৪০ পিএম
দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই আইএলও কনভেনশন বিরোধী

ফাইল ছবি

ঢাকা: দেশে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের শ্রমিক ছাঁটাই বিষয়ক বক্তব্যকে আন্তর্জাতিক শ্রম আইন বিরোধী বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। 

রবিবার (৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া বলেন, ‘দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই করা যায় না। এ ব্যাপারে আইএলও কনভেনশনসহ সুনির্দিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় আইন আছে।’

এই বিবৃতিতে তারা বলেন, ‘বিজিএমইএ সভাপতির ব্যাপকহারে শ্রমিক ছাঁটাইয়ের সাম্প্রতিক হুমকি চরম ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক। মার্চ মাস থেকেই গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাই করা শুরু হয়েছে। শ্রমিক ছাঁটাই চলছেই। তারপরও যখন আনুষ্ঠানিকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেওয়া হয়, তখন বোঝা যায়, এর পেছনে দুরভিসন্ধি রয়েছে।’

শ্রমিকদের বেতন দিতে সরকারের পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনার কথা উল্লেখ করে ন্যাপের শীর্ষ দুই নেতা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ৪ হাজার ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে। বাতিল হওয়া রফতানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছেন। এ অবস্থায় গার্মেন্টস শ্রমিকদের ছাঁটাইয়ে বিজিএমইএ সভাপতির ঘোষণা উদ্দেশ্যমূলক। শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা শ্রমিক নির্যাতনের একটি বিশেষ হাতিয়ার।’

নেতারা বলেন, ‘সরকার শ্রমিকের স্বার্থ পদদলিত করে মালিকের মুনাফার স্বার্থ রক্ষা করছে। আর তাই বিজিএমইএ শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেওয়ার স্পর্ধা দেখাচ্ছে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে বিজিএমইএ শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই খেলা অচিরেই শেষ করতে হবে। শ্রমিক ছাঁটাইয়ের যেকোনও চক্রান্ত রুখে দিতে হবে।’

তারা আরও বলেন, ‘লুটেরাদের পালানোর সব পথ দেশবাসী বন্ধ করে দেবে। শ্রমিক ছাঁটাইয়ের পরিণতি হবে ভয়াবহ, যা বিজিএমইএ ও সরকারের কল্পনার বাইরে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!