• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে


এম সুজন আকন, স্পেশাল করেসপন্ডেন্ট ফেব্রুয়ারি ১২, ২০১৯, ১১:৪৫ এএম
দেশকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে

গাজীপুর: বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশে যোগ দি‌য়ে তিনি এ কথা বলেন।

এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা রাখায় আনসার বাহিনীর প্রসংশা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন- ‘মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আনার, ভিডিপি’।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সমাবেশে পৌঁছে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশে ভাষণ দেন। এছাড়া দক্ষতা এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার-ভিডিপি সদস্যদের পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতি বছর এই দিনে বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!