• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬


নিজস্ব প্রতিবেদক জুলাই ১১, ২০২০, ০২:৫০ পিএম
দেশে করোনায় আরও ৩০ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮৬

ফাইল ছবি

ঢাকা : মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ হাজার ৩০৫ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৬৮৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৮১ হাজার ১২৯ জন।

শনিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে ডা. নাসিমা করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

তিনি জানান, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১১,১৯৩ টি। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ১,৬২৮ জন। নতুন ১,৬২৮ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ৮৮,০৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৮ জন এবং মোট সুস্থ ৮৮ হাজার ৩৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!