• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২,৭৬৬


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৪, ২০২০, ০৬:২৮ পিএম
দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২,৭৬৬

ফাইল ছবি

ঢাকা: দেশে করোনাভাইরাস সনাক্তের আজ ১৬০ তম দিন। দেশে ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত- ২,৭৬৬ জন। এ নিয়ে মোট সনাক্ত দাঁড়াল- ২,৭১,৮৮১ জন। গত ২৪ ঘন্টায় সনাক্তের হার- ২১.৫২ শতাংশ।এ পর্যন্ত সনাক্তের হার- ২০.৪৬ শতাংশ। ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু- ৩৪ জন। নতুন ৩৪ জন নিয়ে মোট মৃত্যু- ৩,৫৯১ জন। ২৪ ঘন্টায় সনাক্ত বিবেচনায় মৃত্যুর হার- ১.৩২ শতাংশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে কোভিড-১৯ রোগের হালনাগাদ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর সংখ্যা; পুরুষ- ২,৮৪১ জন এবং নারী- ৭৫০ জন। এ পর্যন্ত লিঙ্গ ভিত্তিক মৃত্যুর হার; পুরুষ- ৭৯.১১ শতাংশ এবং নারী- ২০.৮৯ শতাংশ। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে- ২৮ জন পুরুষ ও ৬ জন নারী।

২৪ ঘন্টায় হাসপাতালে মারা গিয়েছে- ৩৩ জন, বাসায় মারা গিয়েছে- ১ জন। ২৪ ঘন্টায় বিভাগ অনুযায়ী মৃতদের মধ্যে ঢাকা বিভাগে- ১৮ জন, চট্টগ্রাম বিভাগে- ২ জন, রাজশাহী বিভাগে- ৪ জন, খুলনা বিভাগে- ১ জন, সিলেট বিভাগে- ৪ জন, বরিশাল বিভাগে- ১ জন, রংপুর বিভাগে- ২ জন, ময়মনসিংহ বিভাগে- ২ জন।

মোট- ৩৪ জন মৃতদের মধ্যে- ২২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে।

২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন- ১,৭৫২ জন। নতুন ১,৭৫২ জন নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন- ১,৫৬,৬২৫ জন। ২৪ ঘন্টায় সনাক্ত বিবেচনায় সুস্থতার হার- ৫৭.৬১ শতাংশ।

২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ- ১৩,৭৫৭ টি ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা- ১২,৮৫৬ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ১৩,৩১,৭৫৭ টি। সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট- ৮৭ টি ল্যাবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!