• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে বেকারদের তালিকা করছে যুবলীগ


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৪, ২০২০, ০৪:২৭ পিএম
দেশে বেকারদের তালিকা করছে যুবলীগ

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জানিয়েছেন, বিশ্ব মহামারি করোনায় বিপর্যস্ত অর্থনীতি। থেমেছে উৎপাদনের চাকা। কাজ হারিয়ে বেকার বহু মানুষ। করোনার ধাক্কায় বেকার হয়েছেন তরুণ-যুবকরা। মহামারির কঠিন সময়ে এসব বেকার যুবকদের নিয়েই ভাবছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে শেখ ফজলে শামস পরশ। 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহামারির কঠিন সময়ে বেকার যুবকদের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তিনি জানিয়েছেন, বেকার যুবকদের পাশাপাশি যারা কাজ হারিয়ে দেশে ফিরছেন তারা যাতে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়াতে পারে সে জন্য যুবলীগ সহায়তা করতে চায়।

শেখ ফজলে শামস পরশ জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে যুবলীগ ভ্যানগার্ডের ভূমিকা পালন করবে। যুবলীগ সারাদেশে বেকারদের তালিকা করার কাজটি করছে। 

এদিকে মহামারির সময়টিকে কাজ করার সুযোগ হিসেবেই দেখছেন যুবলীগ চেয়ারম্যান। এখন জাতীয়তাবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করার সময়। দুর্নীতির বিরুদ্ধে যুবলীগ সবসময় সোচ্চার থাকবে বলেও জানান পরশ। 

তিনি আরও বলেন, অনেকদিনই হয়ত এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাই গবেষণার ওপরও গুরুত্ব দিতে চায় যুবলীগ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!