• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেকোনও কাজ করবে


সাতক্ষীরা প্রতিনিধি জুন ১১, ২০২০, ০৪:৩৪ পিএম
দেশের প্রয়োজনে সেনাবাহিনী যেকোনও কাজ করবে

সাতক্ষীরায় সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

সাতক্ষীরা: সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘দেশের প্রয়োজনে সেনাবাহিনী বেড়িবাঁধ নির্মাণসহ যেকোনও কাজ করবে। বড় বড় ড্রেজিংয়ের কাজ, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের মেগা প্রজেক্ট সেনাবাহিনী করছে। সিরাজগঞ্জ ও জামালপুরে বাঁধ রক্ষার কাজ সেনাবাহিনী সফলভাবে করছে। উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ সেনাবাহিনীকে দিলে আগ্রহ সহকারে করা হবে।’

বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, সুপেয় পানি সংকটেও সহায়তা করতে প্রস্তুত আছে সেনাবাহিনী। সংশ্নিষ্টরা চাইলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরবরাহ করা হবে। এছাড়া ঘর নির্মাণসহ খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন সেনাসদস্যরা। এছাড়া মাসব্যাপী গর্ভবতী নারীদের চিকিৎসা সেবা দেবেন মেডিক্যাল কোরের সদস্যরা।

লকডাউনের বিষয়ে সেনাপ্রধান বলেন, স্থানীয় প্রশাসনের প্রয়োজনে সেনাবাহিনী কাজ করছে করোনা পরিস্থিতি মোকাবেলায়। তারাই সিদ্ধান্ত নেবেন কতটুকু কঠোর হওয়া প্রয়োজন।

পরে সেনাপ্রধান ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি ও কয়রাতে যান।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!