• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের মান বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ এমিলিরা


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৫, ২০১৬, ০৯:৫৪ এএম
দেশের মান বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ এমিলিরা

ভুটানের বিপক্ষে এশিয়া কাপ প্লে-অফ-২-এ হেরে গেলে বাংলাদেশকে বেশ কিছুদিন থাকতে হবে আন্তর্জাতিক ফুটবলের বাইরে।  আর এই অবস্থা থেকে দলকে উদ্ধার করাটাই এখন দলের মূল প্রেরণা হিসেবে দেখছেন অভিজ্ঞ ফরোয়ার্ড এমিলি।

গতকাল মঙ্গলবার কমলাপুরে অনুশীলনের সময় জাতীয় দলের এই তারকা ফুটবলার বলেন, ‘কোচ আসলে অনেক কিছু চিন্তা করেই আমাদের সিনিয়র কয়েকজন ফুটবলারকে ডেকে পাঠিয়েছেন। কারণ ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা হেরে যাই তাহলে অনেকদিন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবো না। একজন ফুটবলার হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা। আর আমরা সেই অবস্থা চাই না।’

দল যে গোল করতে পারছে না সেটি ভালোভাবেই জানা আছে এমিলির। সেটি মাথায় রেখেই এগিয়ে যেতে চান তিনি, ‘ফুটবলে আক্রমণভাগের সব থেকে বেশি গুরুত্ব থাকে। যেখানে প্রতিনিয়ত পারফর্ম করতেহয়। প্রতিদিনই গোল করতে হয় একজন স্ট্রাইকারকে। গোল না পেলে ম্যাচ জেতা যাবে না এবং স্ট্রাইকারদের নিয়ে কথা উঠবেই। আশা করি এ অবস্থা আমরা কাটিয়ে উঠবো।’

ঢাকায় ভুটানের বিপক্ষে ব্যর্থতা ভুলে যেতে চান এমিলি। উল্টো অ্যাওয়ে ম্যাচ নিয়েই ভাবনা তার, ‘হোম ম্যাচটায় প্রচুর সুযোগ পেয়েছিলাম। সুযোগগুলো কাজে লাগিয়ে ম্যাচটা জিততে পারলে অ্যাওয়ে ম্যাচ নিয়ে এত চিন্তা করতে হতো না। আর এখন ওরা তো হোমের একটা সুবিধা পাবেই।’

ভুটানে আপাতত ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করছে। কিন্তু তাতেও বিচলিত নন এমিলি। সেটি কাটিয়ে উঠে জিততে চান এই ম্যাচ, ‘ভুটানে অনেক ঠাণ্ডা। আমি বলবো যে এই কন্ডিশনে খেলতে কারও কষ্ট হবার কথা নয়। যদিও দম নিতে একটু সমস্যা হয়, তবুও দুই তিন আগে সেখানে গেলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া যাবে। আমি মনে করি এটা বড় কোনও সমস্যা হবে না। আমরা দলকে জেতাবার জন্যই ভুটানে যাবো।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!