• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’


নারায়ণগঞ্জ প্রতিনিধি নভেম্বর ১৮, ২০১৮, ১০:৩৩ পিএম
‘দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী’

ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, নিজ পরিবারকে হারিয়ে কত যন্ত্রণা নিয়ে কত কষ্ট নিয়ে কত হামলার শিকার হয়েছেন। তবুও এ দেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমার নেত্রী প্রতিদিন কোরআন শরীফ পড়েন, তাহাজ্জুদ পড়েন। এজন্য আল্লাহ তার হাতে এত নেয়ামত দিয়েছেন। সেই নেয়ামতেই আজ বাংলাদেশের সর্বত্র উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে কাশিপুর ইউনিয়নের হালিম সিকদারের বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় নিজ আসনের সাবেক সব সংসদ সদস্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শামীম ওসমান বলেছেন, আমার আগের সব এমপি মিলে যত কাজ করছে আমার কাজের পঞ্চাশ ভাগ কাজও যদি তারা সবাই মিলে করে থাকে, আমি ইলেকশন করবো না।

তিনি জনপ্রতিনিধিদের বলেন, একটি মঞ্চে এসে সে হিসেব দিক। মুখে বললে হবে না। খাতা কলমে বলতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমার কাজের ৫০ ভাগের এক ভাগ কাজ যদি আপনারা করে থাকেন, আমি কথা দিলাম ইলেকশন করবো না।

শামীম ওসমান বলেন, আমি সব সময় স্পষ্ট কথা বলি। আপনারা নিজেরা শুনছেন খোদ স্বররাষ্ট্রমন্ত্রী পাগলায় এক অনুষ্ঠানে বলে গেছেন শামীম ওসমান অত্যন্ত স্পষ্ট কথা বলেন। এ জন্য আমাকে বিভিন্ন সময় ঝামেলায় পড়তে হয়। আসলেই সত্যি করে বলছি সত্য যত ভয়ংকর বা আমার জন্য ক্ষতিকর হোক আমি তা প্রকাশ করতে ভয় পাই না। কারণ আমি একজনকেই ভয় পাই সে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। আমি কসম খেয়ে বলছি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই নাই।

তিনি বলেন, আর যা কাজ করি সবার আগে আল্লাহকে খুশী করতে করি। কারণ শুনেছি যে আল্লাহকে খুশী করতে কাজ করবে আল্লাহ সকল বান্দাকে তার ওপর রাজি খুশী করে দেবে। বান্দাকে খুশী করলে আল্লাহ তার ওপর খুশী হয়ে যান।

আওয়ামী লীগের এ নেতা বলেন, খোদ দেশবরণ্যে আলেমরাও নেত্রীকে ‘কওমী জননী’ আখ্যা দিয়েছেন। ইতিমধ্যে বহির্বিশ্ব গত ১০ বছরে বাংলাদেশের উন্নয়ন দেখে বিস্ময় প্রকাশ করেছে। এমন উন্নয়ন শুধু মহান পিতার মহান কন্যা শেখ হাসিনার দ্বারাই সম্ভব। দেশের প্রত্যেকটি জেলাকে তিনি নিজের জেলা মত মনে করেন।

তিনি বলেন, ডিএন্ডটি এলাকার মানুষের দুর্দশরা কথা শুনে এজেন্ডা না থাকা সত্ত্বেও নেত্রী ডিএনডি মানুষের জলাবদ্ধতা লাঘবে প্রায় ৫৬৭ কোটি টাকা বাজেট পাস করিয়ে দিয়েছেন। এ বাজেট লাগলে আরও বাড়বে।

তিনি অনুরোধ করে বলেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ। যে মানুষটি আপনার আমার এ দেশের মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করে কাজ করে যাচ্ছেন দোয়া তো তার প্রাপ্য। আমি দোয়া ভিক্ষা চাই আমার নেত্রীর জন্য। তিনি যেন আপনাদের দোয়ার আল্লাহ রাসূলের দোয়ায় এবার ফের সরকার গঠন করে এ দেশকে স্বপ্নের দেশে পরিণত করতে পারেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা আওয়ামী লীগের সহ দফতর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্যানেল চেয়ারম্যান ও কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, স্থানীয় আওয়ামী লীগ নেতা এম ছাত্তার, যুবলীগ নেতা মো. শ্যামল প্রমুখ।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!