• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে


নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২০, ০১:৩৯ পিএম
দেশের ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

ঢাকা: দেশের পাঁচ অঞ্চলে আজ সোমবার (২৫ মে) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ আবহাওয়ার পূর্বাভাসে এ খবর জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!