• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দেহরক্ষীর গুলিতে সেনাপ্রধান নিহত


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৩, ২০১৯, ০৫:৫৮ পিএম
দেহরক্ষীর গুলিতে সেনাপ্রধান নিহত

ঢাকা: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে নিজ দেহরক্ষীর গুলিতে সেনা প্রধান সিয়ারে মেকননেন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরেকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, উত্তরাঞ্চলীয় আমহারা রাজ্যে প্রশাসনের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের চেষ্টায় সেনাপ্রধান ও অন্য এক সেনা কর্মকতা নিহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির সরকার জানিয়েছে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী টিভিতে এক বিবৃতিতে বলেন, ইথিওপিয়ানরা একত্রিত হয়ে বাহিনীর 'খারাপ' সদস্যদের মোকাবেলা করেছে যারা দেশকে বিভক্ত করতে চেয়েছিল।

এদিকে আদ্দিস আবাবায় থাকা যুক্তরাষ্ট্রের স্টাফদের সতর্ক করে দেয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

হিলিমারিম দেশলেগনের পদত্যাগের পর সাবেক সেনা কর্মকর্তা আবি ক্ষমতায় আসেন ২০১৮ সালের এপ্রিলে।

তখন থেকেই দেশটির রাজনৈতিক হালচালে বড় ধরনের পরিবর্তন আসে। আবি সরকার শত শত রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে থাকেন। একই সঙ্গে নিষিদ্ধ কিছু ওয়েবসাইট খুলে দেন।

রোববার (২৩ জুন) সকালে সামরিক পোশাক পরা প্রধানমন্ত্রী আবি রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে জানান, আমহারা অঞ্চলের রাজধানী বাহিরদারে ওই ব্যর্থ সেনা অভ্যুত্থানে বেশ কয়েকজন কর্মকর্তাও নিহত হয়েছেন।

একদল ‘ভাড়াটে সেনা’ সেনাপ্রধান জেনারেল সিয়ারে মেকননেনের ওপর হামলা চালায় বলে জানিয়েছেন তিনি। আবি আরও জানান, আমহারায় কিছু কর্মকর্তা বৈঠক করার সময় ‘সহকর্মীদের’ গুলিতে নিহত হন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!