• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ৩ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৯, ০৫:১৮ পিএম
দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ৩ দিনের রিমান্ডে

ঢাকা : মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা সিএমএম আদালত নং ৩৫ এর বিজ্ঞ বিচারক মামুনুর রশিদ এই আদেশ দেন।

তার বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় আইসিটি বা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৪১২১২। আইসিটির ২১/৩১/৩৫ নং ধারায় এবং দণ্ডবিধির ১২৪(ক) ধারায় এই মামলা করা হয়েছে।

এর আগে দুপুরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
দুপুরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় মুক্তিযুদ্ধ মঞ্চের একদল নেতা-কর্মী শুক্রবার সন্ধ্যায় দৈনিক সংগ্রাম কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় একদল যুবক রাজধানীর মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে ঢুকে বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন।

হামলাকারীরা পত্রিকাটির সম্পাদক আবুল আসাদকে নিয়ে যেতে চাইলে পুলিশ তাকে হেফাজতে নেয়। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!