• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দ্বিগুণ হচ্ছে শিল্প গ্যাসের দাম


বিশেষ প্রতিনিধি মার্চ ১১, ২০১৮, ০২:৪৪ পিএম
দ্বিগুণ হচ্ছে শিল্প গ্যাসের দাম

ঢাকা : একলাফে প্রায় দ্বিগুণ হচ্ছে শিল্প-কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির ফলে এই দাম বাড়ানো হচ্ছে।

দাম বৃদ্ধির প্রক্রিয়া শুরু করতে এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। তবে দাম একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

মহেশখালিতে শেষ পর্যায়ে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ। এপ্রিলের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহে এলএনজি আমদানি শুরু করার ব্যাপারে আশাবাদী সরকার। এই টার্মিনাল থেকে দিনে ৫০ কোটি ঘনফুট গ্যাস যোগ হবে জাতীয় সঞ্চালন লাইনে।

আমদানি করা তরল গ্যাসের দাম স্বাভাবিক পর্যায়ে রাখতে ভ্যাট ছাড়া সব ধরনের শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা সত্ত্বেও প্রতি ঘনফুট গ্যাসের দাম হতে পারে ১৩ টাকা। যা বর্তমান দামের প্রায় দ্বিগুণ।

তবে সরকার মনে করছে, দামের চেয়ে বর্তমানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বেশি জরুরি। এদিকে, একপাক্ষিকভাবে দাম না বাড়িয়ে গণশুনানির দাবি ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের।

শিল্প গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ কাজ করছে ব্যবসায়ীদের মধ্যেও। তারা বলছেন, গ্যাসের দাম দ্বিগুণ হলে বাড়বে উৎপাদন খরচ। গ্যাস সঞ্চালনে দক্ষতা বাড়ানোর তাগিদও দিয়েছেন ব্যবসায়ীরা।

সাধারণ মানুষের জীবনে যাতে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব না পড়ে, সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোনালীনিউজ/জেডআরসি/এমটিআই

Wordbridge School
Link copied!