• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পেল অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০১৯, ০১:০৯ পিএম
দ্বিতীয় দিনেই জয়ের সুবাস পেল অস্ট্রেলিয়া

ঢাকা : মাত্র ৬৭ রানে অলআউট হয়ে লজ্জায় অধোবদন হয়েছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের এই অবস্থা দেখে গোটা ক্রিকেট দুনিয়াই অবাক। অথচ অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৭৯ রানে অলআউট করে হাসিমুখ ছিল ইংলিশদেরই। কিন্তু নিজেরা ব্যাটিংয়ে নামতেই সব যেন উবে গেল।

সব মিলিয়ে  অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড ১১২ রান। এরপর ব্যাট করতে নেমে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তারা দিন শেষ করে ৬ উইকেটে ১৭১ রানে। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার লিড এখন ২৮৩ রান।

১৯৪৮ সালে ওভালে মাত্র ৫২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। যা কিনা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বনিম্ন ইনিংস।

এবার ২৭.৫ ওভার খেলে ইংলিশরা তুলল ৬৭ রান। বিস্ময়কর হলেও সত্য দুই অঙ্ক ছুঁয়েছেন শুধু জো ডেনলি (১২)। সেই দুঃস্বপ্নের পথেই যাত্রা হয়েছিল ইংলিশদের। জশ হ্যাজেলউডের বোলিং তোপে তছনছ ব্যাটিং লাইন আপ। এই পেসার শিকার করেন ৫ উইকেট। গতির ঝড় তুলে কম যাননি প্যাট কামিন্সও। তিনি নেন ৩ উইকেট। দুটি উইকেট শিকার করেন জেমস প্যাটিনসন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!