• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধান খেতে পাওয়া ফুটফুটে শিশুটির বাবা-মা কে


কিশোরগঞ্জ প্রতিনিধি অক্টোবর ১৫, ২০১৯, ০৪:১৪ পিএম
ধান খেতে পাওয়া ফুটফুটে শিশুটির বাবা-মা কে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে ধান খেত থেকে এক জীবিত ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার পুরুড়া এলাকার একটি ধান খেতে তাকে পাওয়া যায়। ফুটফুটে শিশুটি সুস্থ আছে। তবে তার মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে পুরুড়া এলাকায় একটি ধান খেতে নবজাতকের কান্না শুনে এগিয়ে যান সুফিয়া খাতুন নামে এক নারী। তিনি শিশুটিকে নিয়ে বাড়িতে এসে সেবা-শুশ্রুষা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দুপুরে তার ফেসবুক একাউন্টে একটি পোষ্ট দেন। এতে নবজাতকের ছবিসহ বলা হয়, ‘পরিত্যাক্ত অবস্থায় আজ ভোরে তাড়াইল থানার পুরুরা এলাকার একটি ধান খেতে এই ছেলে শিশুটি পাওয়া গেছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তাড়াইল থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো’

যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুটি বর্তমানে তাড়াইল হাসপাতালে আছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। বুধবার সকালে শিশুটির বিষয়ে আলোজনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!