• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাটি তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০১৯, ০২:৩৮ পিএম
ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাটি তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা : ধানের সঠিক মূল্য না পেয়ে ক্ষোভ থেকে ধানি জমিতে আগুন দেওয়ার ঘটনাটি সরকারের সুনাম ক্ষুণ্ণের চেষ্টা কি না, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক করেন।

ধানের কম দামের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে কৃষকরা ধানক্ষেতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এ বিষয়ে সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত সাংবাদিকরা। তখন তিনি বলেন, এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে।

তিনি বলেন, এখানে ঘটনাগুলো স্যাবোটাজ কি-না, আর কেউ কোনোভাবে সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য করছে কি-না তা খতিয়ে দেখা হবে। এরকম সংকটের উদ্ভব হতে পারে, কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে ধানক্ষেতের ঘটনাগুলো বিশেষ বিশেষ জায়গায় ঘটছে কেন? প্রধানমন্ত্রী এটা তদন্ত করে জানাতে বলেছেন। এছাড়া দলীয়ভাবেও আমরা খোঁজখবর নেব।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!