• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধুয়ে-মুছে ব্যবহৃত কনডম বিক্রি


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২০, ০৭:৩৪ পিএম
ধুয়ে-মুছে ব্যবহৃত কনডম বিক্রি

ঢাকা : ভিয়েতনামে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কনডম নিয়ে জালিয়াতির অভিযোগে এক নারীকে আটক করেছে দেশটির পুলিশ। ব্যবহৃত ৩ লাখ ২০ হাজার কনডম বিক্রির জন্য সংগ্রহ করেছিলেন অভিযুক্ত নারী। কিন্তু এর আগেই তার কারখানায় অভিযান চালিয়ে সবগুলিই জব্দ করেছে নিরাপত্তা সদস্যরা।

পুলিশ বলছে, দক্ষিণ বিহু দুং প্রদেশ ৩৬০ কেজি রাবারের কনডম উদ্ধার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ব্যবহার করা কনডম ধুয়ে মুছে আবারো প্যাকেট করে ব্যবহারের উপযোগী করে তোলা হতো ওই কারখানাটিতে।

আটক হওয়া ওই নারী জানান, প্রতি গ্রাম ব্যাগ অনুসারে তাকে অর্থ প্রদান করা হতো। যদিও তিনিই ওই গুদামঘরটির প্রকৃত মালিক বলে ধারণা করা হচ্ছে।

এ পর্যন্ত কতগুলি ব্যবহৃত কনডম অবৈধভাবে বাজারে বিক্রি করেছে তা জানা যায়নি। একজনের ব্যবহার করা কনডম পরিষ্কার করে আবারো ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে মনে করেন চিকিৎসকরা।

সোনালীনিউজ

 

Wordbridge School
Link copied!