• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ধূসর ও নীল চোখের অদ্ভূত শিশু সাগর


কাজল হাজরা জানুয়ারি ১৫, ২০২০, ০৯:৫৯ এএম
ধূসর ও নীল চোখের অদ্ভূত শিশু সাগর

ঢাকা: নীলরঙা চোখ দেখেছেন। বিড়ালের মতো ধূসর চোখও দেখেছেন। তবে দু'চোখের মণির রং আলাদা কখনও দেখা গেছে?

রাজধানীর কমলাপুরের পথশিশু সাগরকে কাছে থেকে দেখলে বিস্মিত হতে পারেন যে কেউই। শিশুটির এক চোখ ধূসর, অন্য চোখ নীল।

সম্প্রতি কমলাপুর রেলস্টেশন এলাকায় দেখা গেছে সাগরকে। মা-বাবার সঙ্গে থাকে খিলগাঁও তালতলা মার্কেটের ফুটপাতে। দিনের বেলায় এদিক-ওদিক ঘোরাফেরা ছাড়া বিশেষ কোনো কাজ নেই তার।

মাঝেমধ্যে মায়ের সঙ্গে ভ্যানে করে স্থানীয় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় পানি সরবরাহের কাজ করে। সাগরের বাবার দুটি চোখই ধূসর রঙের। মায়ের চোখ নীল। ওর বোন বীথির চোখও নীল। সাগরের ক্ষেত্রেই শুধু এই অস্বাভাবিকতা।

তবে তার দৃষ্টিশক্তি স্বাভাবিক। কোনো সমস্যাও হয় না। বিষয়টি খুবই অস্বাভাবিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের রেটিনা বিভাগের প্রধান অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এবং ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসক অধ্যাপক জাকিয়া সুলতানা শহীদ।

শিশুটির চোখের বর্ণনা শুনে তারা ধারণা করছেন, জেনেটিক কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!