• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০১৯, ০৬:০৬ পিএম
ধোনির অবসর নিয়ে মুখ খুললেন সৌরভ

ঢাকা: সদ্য ভারতীয় বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে অনেক কাজ পড়ে গেছে তাঁর সামনে। এর মধ্যে অবশ্যই একটি মহেন্দ্র সিং ধোনির অবসর ভাবনা। বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে মাঠে নামেননি তিনি। এর পর হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ। বাংলাদেশ সিরিজ থেকেও সরে দাঁড়িয়েছেন ধোনি। এই অবস্থায় তাঁর ভাগ্য কী হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটাও সৌরভের সামনে বড় প্রশ্ন।

২৪ অক্টোবর  মুম্বাইয়ে ভারতীয় দল বেছে নেওয়া হবে বাংলাদেশ সিরিজের জন্য। সৌরভ অবশ্য জানিয়ে দিলেন তিনি কথা বলবেন নির্বাচকদের সঙ্গে। তিনি বলেছেন, ‘আমি ২৪ তারিখ যখন নির্বাচকদের সঙ্গে দেখা করব তখন জানার চেষ্টা করব। জানতে চাইব নির্বাচকরা কী ভাবছে। আর পর আমি আমার মতামত জানাব।’

জুলাইয়ে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরই ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলেন ধোনি। ধোনি শেষ ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০১৯-এর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে।

সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোনও ক্রিকেটার কি এত লম্বা বিরতি নিতে পারেন? তার জবাবে সৌরভ জানিয়েছেন, তিনি কোথাও ছিলেন না তাই সবার সঙ্গে কথা বলার আগে এই নিয়ে তিনি কোনও মন্তব্য করতে পারবেন না। তিনি বলেন, ‘আমি কোথাও ছিলাম না যখন এই সব হয়েছে। আমার প্রথম নির্বাচক কমিটির মিটিং ২৪ তারিখে।'

সৌরভ এও জানিয়েছেন, তিনি  এই নিয়ে ধোনির মতামতও জানার চেষ্টা করবেন, তিনি আদৌ খেলতে চান নাকি অবসর নিতে চান। সৌরভ বলেন, ‘দেখা যাক ধোনি কী চায়।'

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!