• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনির প্রতি কৃতজ্ঞ হরভজন


ক্রীড়া ডেস্ক মার্চ ২৬, ২০১৯, ০১:৪২ পিএম
ধোনির প্রতি কৃতজ্ঞ হরভজন

ঢাকা : আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) জেতাতে বড় অবদান রেখেছিলেন হরভজন সিং। দুর্দান্ত বোলিং করে তুলে নিয়েছিলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) তিন উইকেট। মঙ্গলবার দিল্লির ফিরোজ শাহ কোটলাতে হরভজনের প্রধান প্রতিপক্ষ হিসেবে থাকবেন শিখর ধাওয়ান এবং দুর্দান্ত ফর্মে থাকা ঋষভ পন্থ। কিন্তু হরভজন জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালসকে নিয়ে তাঁর বিশেষ উৎকণ্ঠা নেই।

মহেন্দ্র সিং ধোনির দলের অভিজ্ঞ স্পিনার বলছেন, ‘আমি এখন আগের মতো সারা বছর ধরে ক্রিকেট খেলি না। তাই কেউ বুঝতেও পারেন না, আমি আসলে কী ভাবে নিজেকে তৈরি করেছি। সেটা এক দিক থেকে ভালোই হয়েছে। আমাকে নিয়ে প্রতিপক্ষ চাপে থাকবে। আমি নিজের মতোই থাকব।’

এই মুহূর্তে হরভজনের বয়স ৩৮। ফলে তাঁকে ‘বয়স্ক’ ক্রিকেটারদের তালিকায় অনায়াসেই ফেলে দেওয়া যায়। অনেকে তাঁকে সেই তালিকাভুক্ত করেও ফেলেছেন। হরভজনের কোনও আফসোস নেই তা নিয়ে। তিনি বলেছেন, ‘লোকে আমাকে নিয়ে কী বলছেন, সেটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কোনও দিন অনুভব করিনি। আজও করি না।’

বরং চেন্নাইয়ের মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হরভজন বলেছেন, ‘আমি এখনও মাঠে নেমে কী করতে পারি, সেটা সিএসকে কর্তৃপক্ষ এবং অধিনায়ক ধোনি খুব ভালো জানে। সেই কারণে আমার প্রতি এ বারও আস্থা রেখেছে। সেটাই আমার কাছে সেরা পাওয়া।’ স্বভাবসুলভ ভঙ্গিতেই হরভজন বলে গেলেন, ‘চার ওভার বল করার সুযোগ থাকে আইপিএলে। ওই চার ওভারে কী করে দিতে পারি, সেটা আমি ছাড়া কেউ ধরতে পারবেন না। নিজের প্রতি আগের মতোই অগাধ ভরসা রয়েছে। আমি এই লড়াইয়ের জন্যও প্রস্তুত।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!