• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নজরুল তুমি রয়েছ মনে


মো: গোলাম মোস্তফা (দুঃখু) আগস্ট ২৭, ২০২০, ০৬:২৬ পিএম
নজরুল তুমি রয়েছ মনে

ফাইল ছবি

নজরুল তুমি রয়েছ মনে,
তোমার কবিতা বলে তুমি মহান।
জীবন যুদ্ধে তুমি,
বার বার হয়েছো জয়।
এত বল, এত শক্তি।
কোথায় থেকে পেতে তুমি ?

তোমার লেখা কবিতা,
সকলের কথা বলে।
তোমার গান,
বিশ্ব শান্তির বাণী বলে।

এত প্রাণ এত মায়া,
কোথায় থেকে পেতে তুমি।
প্রিয় কবি তুমি নেই,
তার পরেও তোমার ছায়া।
বাংলার মাটিতে রয়েছে,
শান্তির বাণী হয়ে ।

তোমার গানের ছন্দ,
বিশ্ব শান্তির জন্য।
এত প্রাণ যাচ্ছে চলে !
মানবতার দৃষ্টি হারিয়েছে শক্তি,  
ক্ষমতার বল লড়ছে মনে ।
কেন ? কেন ? কেন ?

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!