• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৩, ২০১৯, ০৩:৩০ পিএম
নতুন অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

ঢাকা: আসন্ন ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। সংসদে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মন্ত্রিপরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

এবারের বাজেটের আকার ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। এবারের বাজেটে বড় আকারের ব্যয় মেটাতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এটি জিডিপির ১৩ দশমিক ১ শতাংশের সমান। বিদায়ী অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য হচ্ছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা। নতুন বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার ৫৩০ কোটি টাকা বেশি ধরা হয়েছে।

এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৯তম, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর চলতি মেয়াদের প্রথম ও টানা ১১তম বাজেট।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!