• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক


তথ্যপ্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২০, ০৭:০২ পিএম
নতুন একটি ফিচার নিয়ে এসেছে ফেসবুক

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচ ‘ইওর টপিকস’ নামে নতুন একটি ফিচার নিয়ে এসেছে।

নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান- তা নির্দিষ্ট করে দিতে পারবেন।

এতে অপ্রয়োজনীয় ভিডিও ব্যবহারকারীর সামনে খুব বেশি আসবে না। বিশেষ কোনো ঘোষণা না দিয়েই সম্প্রতি এ ফিচারটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এরইমধ্যে ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশ তাদের ফেসবুক অ্যাপে সুবিধাটি পাচ্ছেন। বাকিরা কিছুদিনের মধ্যেই ‘ইওর টপিকস’ ফিচারটি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ভিত্তি করে ব্যবহারকারীদের আগ্রহের বিষয়গুলো নির্ণয় করে ফেসবুক ওয়াচ। এরপর সেসব বিষয়ের ভিডিওসংশ্লিষ্ট ব্যবহারকারীর কাছে সরবরাহ করা হয়।

তবে ‘ইওর টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আগ্রহ সুনির্দিষ্টভাবে জানা সম্ভব। এ কারণে তাদের কাছে আগ্রহের বাইরের কোনো বিষয়ের ভিডিও যাবে না।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!