• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন কোচের কাছে শিখতে চান সাকিব


ক্রীড়া প্রতিবেদক  আগস্ট ১৮, ২০১৯, ০৪:১১ পিএম
নতুন কোচের কাছে শিখতে চান সাকিব

ঢাকা: বাংলাদেশের নতুন কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। পেশাদার ক্রিকেট না খেললেও কোচ হিসেবে ক্রিকেট দুনিয়ায় নাম কুড়িয়েছেন এই প্রোটিয়া। বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে আরেকজন ছিলেন। তিনি মাইক হেসন। নিউজিল্যান্ডের এই মানুষটিও কখনও পেশাদার ক্রিকেট খেলেননি। কিন্তু কোচ হিসেবে সুনাম কুড়িয়েছেন। শেষ অবধি হেসনকে টেক্কা দিয়ে বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন ডমিঙ্গো। 

কোচ হিসেবে ডমিঙ্গোকে চেনেন সবাই। দক্ষিণ আফ্রিকার কোচ থাকাকালীন ২০১৫ বিশ্বকাপে প্রোটিয়াদের তিনি সেমিফাইনালে তুলেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকার বাইরে ডমিঙ্গো কোচিং করাননি। তাই তিনি উপমহাদেশে কতটুকু সফল হবেন সেই প্রশ্ন থাকছেই। 

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নতুন কোচকে নিয়ে দারুন আশাবাদী। মাকে নিয়ে হজ থেকে ফিরে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে সংবাদমাধ্যমে সাকিব বলেছেন,‘অনেক অভিজ্ঞ কোচ ডমিঙ্গো। দীর্ঘদিন ধরে বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। আমার বিশ্বাস বাংলাদেশ দলের কোচ হিসেবেও তিনি খারাপ করবেন না। আমাদেরও দায়িত্ব থাকবে তাঁর কাছ থেকে কিছু শেখা।’

ডমিঙ্গোর পেশাদার ক্রিকেট না খেলাটাকেও খুব বড় সমস্যা মনে করেন না সাকিব। তবে বলেছেন, ‘কাজ করতে গেলে অনেক কিছু জানা যাবে, বোঝা যাবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!