• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন তথ্য দিল আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৮, ২০২০, ০২:৩৪ পিএম
নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

ঢাকা : ‘কথায় বলে মাঘের শীত বাঘের ঘায়’ কিন্তু বাংলা ছয় ঋতুর মধ্যে পোষ-মাঘ এই দুই মাস শীতকাল। আজ মাঘ মাসের ৫ তারিখ হলেও এখন সেই ভাবে শীত নেই। অনেকেই বাসাবাড়ি ফ্যান বা হাল্কা করে ইসি চালাচ্ছেন। কারণ পৃথিবী ব্যাপারী জলবায়ু পরিবর্তনের প্রভাবে পড়েছে বাংলাদেশও। যার ফলে এখন হারিয়ে যাচ্ছে ছয় ঋতুর বৈচিত্র। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!