• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন তারকা বের করে আনতে চান ডমিঙ্গো


ক্রীড়া প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৯, ০৭:১৮ পিএম
নতুন তারকা বের করে আনতে চান ডমিঙ্গো

ঢাকা : তিনিই একমাত্র যিনি ঢাকায় এসে বাংলাদেশের কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়ে গেছেন। তখনই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিরা জানিয়েছিলেন, তারা ডমিঙ্গোর প্রেজেন্টেশনে সন্তুষ্ট। এরপর আরও বেশ কয়েকজনের সাক্ষাৎকার টেলিকনফারেন্সে নিয়েছে বিসিবি। কিন্তু শেষ অবধি সাকিব আল হাসানদের দেখভালের দায়িত্ব শনিবার রাসেল ডমিঙ্গোর হাতে তুলে দিল বিসিবি।

আর বাংলাদেশের দায়িত্ব পেয়ে রোমাঞ্চিত ডমিঙ্গো জানিয়েছেন,নতুন তারকা বের করে তাদের উন্নতির পথ দেখানো হবে তার মূল চ্যালেঞ্জ। শনিবার সংবাদ সম্মেলনে আগামী দুই বছরের জন্য সাবেক দক্ষিণ আফ্রিকা কোচ ডমিঙ্গোকে দায়িত্ব দিয়েছে বিসিবি। নতুন দায়িত্ব নিয়ে আগামী ২১ অগাস্ট বাংলাদেশে আসবেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে ডমিঙ্গো তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘বাংলাদেশ দলের কোচ হতে পারা বিশাল সম্মানের ব্যাপার। আমি ভীষণ আগ্রহ নিয়ে বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়া অনুসরণ করছি। যে লক্ষ্য যাওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের আমি সেখানে নিয়ে যেতে তাদের সহায়তা করতে চাই।’

বাংলাদেশের নতুন এই কোচ চার বছরের কর্মপরিকল্পনা দিয়েছেন বিসিবিকে। যাতে ছিল আগামীর তারকা বের করাও। দায়িত্ব পেয়ে তিনিও জানালেন বাংলাদেশের ক্রিকেটের আগামীর পথ সুন্দর করতে কাজ করতে মরিয়া তিনি, ‘দলের বর্তমান ক্রিকেটারদের উন্নতির ধারাবাহিকতা নিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে আগামীর কিছু উজ্জ্বল তারকাদের উন্নতির দিকে নিয়ে যেতে চাই।’

প্রসঙ্গত, গত ৭ অগাস্ট ঢাকায় এসে নিজের কর্মপরিকল্পনা প্রেজেন্ট করেন ডমিঙ্গো।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!