• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন ব্যাটিং কোচ পেল শ্রীলঙ্কান ক্রিকেটাররা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৮, ০৬:০৯ পিএম
নতুন ব্যাটিং কোচ পেল শ্রীলঙ্কান ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

ঢাকা: সময়টা মোটেও ভাল যাচ্ছে না শ্রীলঙ্কার ক্রিকেটে। দেশে অথবা বিদেশে হেরেই চলেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সুসময় ফেরাতে নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তারই ধারাবাহিকতায় কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সনকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। এবার নিয়োগ দেয়া হলো নতুন ব্যাটিং কোচ।  

ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় জনাথন লুইসকে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার লক্ষ্যেই আজ লুইসকে নিয়োগ দেয় এসএলসি।

অস্ট্রেলিয়ার স্টিভ রিক্সনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার মাত্র কয়েক দিন পরই তাকে নিয়োগ দেয়া হলো। নতুন দায়িত্ব গ্রহণের আগে ইংলিশ কাউন্টি ক্লাব ডারহামের প্রধান কোচ ছিলেন ৪৩ বছর বয়সী লুইস। ইংল্যান্ডের হয়ে ১৩টি ওয়ানডে এবং একটিমাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

চলতি মাসের শেষ দিকে নিউজিল্যান্ড সফররত শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন তিনি। নিউজিল্যান্ড সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লংকানরা। এসএলসি প্রধান নির্বাহী এ্যাশলে ডি সিলভা জানান ২০১৯ সালের জুলাইতে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন লুইস এবং রিক্সন।

সোনালীনিউজ/ঢাক/জেডআই

Wordbridge School
Link copied!