• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন সম্রাটের অভিষেক যোগদিতে টোকিও রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০১৯, ০১:৫৯ পিএম
নতুন সম্রাটের অভিষেক যোগদিতে টোকিও রাষ্ট্রপতি

ঢাকা : জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে টোকিও পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি টোকিওর হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী কেনজিরো মনজি এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে টোকিওর হোটেল নিউ ওতানি হোটেলে পৌঁছেছেন রাষ্ট্রপতি। জাপান সফরকালে এবার এখানেই থাকবেন তিনি।

সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, এমপি এবং গণভবন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

গতকাল রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ালাইন্সের ফ্লাইট এসকিউ ৪৪৯ করে ঢাকার হযরত শাহজালাল রাহ. আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা। সফর শেষে আগামী ২৭ অক্টোবর ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!