• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নথি না আসায় খালেদার জামিন আদেশ সোমবার


আদালত প্রতিবেদক মার্চ ১১, ২০১৮, ১১:০০ এএম
নথি না আসায় খালেদার জামিন আদেশ সোমবার

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে কিনা, এ বিষয়ে সোমবার (১২ মার্চ) আদেশ দেবেন হাইকোর্ট। রোববার (১২ মার্চ) আদালত নতুন সময় নির্ধারণ করেছেন।  

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টায় জামিন বিষয়ে আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেবেন। 

খালেদা জিয়াকে জামিন বিষয়ে রোববার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টে মামলাটি কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে রাখা ছিল।

এর আগে ৮ মার্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। ওই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে খালেদা জিয়া সাজা ভোগ করছেন।

সোনালীনিউজ/জেএ

Wordbridge School
Link copied!