• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নদীর অবাধ প্রবাহ ও দূষণমুক্ত রাখতে জেলা নদী রক্ষা কমিটির সভা


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৪:৩২ পিএম
নদীর অবাধ প্রবাহ ও দূষণমুক্ত রাখতে জেলা নদী রক্ষা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ: নদীর অবাধ প্রবাহ নিশ্চিত করতে ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয় নিয়ে চাঁপাইনবাবগঞ্জে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবোবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেজেলা প্রশাসন এ বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে। 

এ সময় অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার।

এ সময় সভায় জেলার চারটি নদী পদ্মা, মহানন্দা, পূণর্ভবা ও পাগলায় শুষ্ক মৌসুমে পানি সরবরাহ ঠিক রাখা এবং নদীগুলোর অবাধ প্রবাহ বজায় রাখা ও দূষণমুক্ত রাখতে বিভিন্ন করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

সভায় জানানো হয়, নদীগুলোর অবাধ প্রবাহ ঠিক রাখতে জেলায় ২৮ জন নদী দখলদারীর নাম চিহ্নিত করা হয়েছে। নদী ও নদীর পাড় দখলমুক্ত রাখতে আগামীতে আরো কঠোর হবার কথাও জানান সভার প্রধান অতিথি জাতীয় নদী রক্ষা কমিটির চেয়ারম্যান সচিব ড. মুজিবুর রহমান হাওলাদার।

সভায় আন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব অলম খান, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশন
চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও বিভিন্ন ব্যাংকের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!