• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাঈম শেখের ব্যাটে এগিয়ে যাচ্ছে রংপুর


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০১৯, ০৩:১০ পিএম
নাঈম শেখের ব্যাটে এগিয়ে যাচ্ছে রংপুর

ঢাকা: তাঁকে বলা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যত তারকা। মোহাম্মদ নাঈম শেখের ব্যাটেই দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এগিয়ে যাচ্ছে রংপুর। এ প্রতিবেদন লেখার সময় ১৫.১ ওভারে ৪ উইকেটে ১২৩ রান তুলেছে রংপুর রেঞ্জার্স। ৪৮ বলে ৭৩ রান তুলে ব্যাট করে চলেছেন নাঈম। তার সঙ্গী গ্রেগরি ১ রানে ব্যাট করছেন।

ঢাকার প্রথম পর্বের শেষদিনের প্রথম ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছে রংপুর রেঞ্জার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমেছে রংপুর। চট্টগ্রাম বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে ব্যক্তিগত ফিফটি তুলে নিয়েছেন নাঈম।

রংপুরের আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ মাত্র ৯ রান করে ফিরে গেলেও অপর প্রান্তে দারুন ব্যাটিং করতে থাকেন নাঈম। মাত্র ২৬ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। ফিফটি পূরণ করার পথে ৬টি চারের সঙ্গে ৩টি চার মারেন তিনি। ছক্কা তিনটি তিনি হাঁকিয়েছেন মেহেদি হাসান রানা, রুবেল হোসেন ও নাসির হোসেনের ওভারে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!